Thursday, January 29, 2026
Home Politics রাজশাহীর দুর্গাপুরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ

রাজশাহীর দুর্গাপুরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ

by Asadujjaman Shuvo
1 minutes read
A+A-
Reset

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ আওয়ামীলীগকে বিএনপিতে আশ্রয় দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঝালুকা ইউনিয়নের চৌপুকুরিয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে বিএনপি কর্মী রেজাউল (৪৫)ও তার ছেলে ইমন(২০)

 আহত হয়। পরে তাদের উদ্ধার করে দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

স্থানীয়রা জানান ,  রেজাউল স্থানীয় আ.লীগকর্মীদের বিএনপিতে আশ্রয় দিচ্ছে এমন অভিযোগ করেন  বিএনপি কর্মী বাক্কার ।  এমন  অভিযোগকে কেন্দ্র করে  বিকেলে কাঁঠালবাড়িয়া বাজারে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা  ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঘটনার জের ধরে সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে বাক্কার আলী ও তার ছেলে আশিক এবং  করিমসহ ১০ থেকে ১৫ জন ইমনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ইমন গুরুতর আহত হন। পরে ছেলেকে  বাঁচাতে ছুটে আসলে  রেজাউল ইসলামকেও মারধর করা হয়।পরে  স্থানীয়রা তাদের উদ্ধার করে  দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে দুর্গাপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

You may also like

Your gateway to unlimited entertainment, Authentic news and Expert analysis.

Edtior's Picks

Latest Articles

WeTVWorld.Net 2025 All Rights Reserved. Designed and Developed by Collective Online Media 

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00