মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।
ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের অভিযোগ এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।
এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে পেত্রো বলেন, “আমাকে ধরতে আসুন। আমি এখানেই আপনার জন্য অপেক্ষা করছি।” এই মন্তব্যকে ঘিরে আঞ্চলিক রাজনীতিতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেন, “যদি বোমা হামলা চালানো হয়, তাহলে কৃষকরা পাহাড়ে উঠে হাজার হাজার গেরিলায় পরিণত হবে। আর দেশের বড় একটি অংশ যাকে ভালোবাসে ও সম্মান করে, সেই প্রেসিডেন্টকে আটক করা হলে জনগণের শক্তিকে উসকে দেওয়া হবে।”
নিজের অতীতের কথা স্মরণ করে পেত্রো জানান, তিনি নব্বইয়ের দশকে সশস্ত্র আন্দোলন থেকে বেরিয়ে এসেছিলেন। এক সময় বামপন্থী গেরিলা থাকলেও তিনি অস্ত্র পরিত্যাগের অঙ্গীকার করেছিলেন। তবে তিনি বলেন, “আমি শপথ করেছিলাম আর কখনও অস্ত্র ধরব না। কিন্তু মাতৃভূমির প্রশ্নে আমি আবার অস্ত্র তুলে নিতে বাধ্য হতে পারি।”
পেত্রোর এই বক্তব্য লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।
