117
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ শেষ করতে না চাইলে তার ‘পরিণতি খুবই ভয়াবহ’ হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আগামী শুক্রবার আলাস্কায় ইউক্রেন যুদ্ধ শেষ করতে ট্রাম্প ও পুতিনের বৈঠকে বসার কথা রয়েছে।
ওয়াশিংটনের কেনেডি সেন্টারে এক অনুষ্ঠানে ট্রাম্প এ বিষয়ে বলেন। তিনি বলেন, ‘এর একটা পরিণতি হবে।’
তবে এ বিষয়ে নতুন কোনো নিষেধাজ্ঞা বা শুল্ক আরোপ করা হবে কি না—এমন প্রশ্নে ট্রাম্প সরাসরি কোনো উত্তর দেননি।
তিনি বলেন, ‘আমার আর কিছু বলার দরকার নেই,’ শুধু এটুকুই যোগ করেন—’খুবই ভয়াবহ পরিণতি হবে।
You Might Also Like