Home Bangladesh এনসিপির সাধারণ সভায় বড় সিদ্ধান্ত: নেতৃত্বে বয়সসীমা, শৃঙ্খলা কমিটি ও নতুন কর্মসূচি

এনসিপির সাধারণ সভায় বড় সিদ্ধান্ত: নেতৃত্বে বয়সসীমা, শৃঙ্খলা কমিটি ও নতুন কর্মসূচি

by Asadujjaman Shuvo
1 minutes read
A+A-
Reset

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তৃতীয় সাধারণ সভায় আগামী দিনের কর্মসূচি, অঞ্চলভিত্তিক সাংগঠনিক নীতিমালা ও সংস্কার প্রস্তাব নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সভায় জেলা ও উপজেলা কমিটির আহ্বায়ক হওয়ার জন্য ন্যূনতম বয়স ৪০ বছর নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে দলের কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে ‘শৃঙ্খলা ও তদন্ত’ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজধানীর বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার বিকেল ৩টা থেকে মধ্যরাত পর্যন্ত প্রায় ৯ ঘণ্টাব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব আখতার হোসেন।

সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানায়, সাধারণ সভায় অঞ্চলভিত্তিক সাংগঠনিক কাঠামো চূড়ান্ত করা, সংস্কারের প্রস্তাব প্রণয়ন, গণপরিষদ নির্বাচনের দাবি ও আওয়ামী লীগের ‘গণহত্যার’ বিচারের দাবিতে কর্মসূচি গ্রহণ, সীমান্ত হত্যা বন্ধে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

You may also like

Your gateway to unlimited entertainment, Authentic news and Expert analysis.

Edtior's Picks

Latest Articles

WeTVWorld.Net 2025 All Rights Reserved. Designed and Developed by Collective Online Media 

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00