Home Bangladesh ৯১ আসনে গণসংহতির প্রার্থী ঘোষণা

৯১ আসনে গণসংহতির প্রার্থী ঘোষণা

by Asadujjaman Shuvo
1 minutes read
A+A-
Reset

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৯১টি সংসদীয় আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে জোনায়েদ সাকির নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলন। দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি নিজে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে নির্বাচনে লড়বেন।

আজ বুধবার (৫ নভেম্বর) রাজধানীর হাতিরপুলে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

এর আগে, গত ২ নভেম্বর গণসংহতি আন্দোলনের ৫৫ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচিত করা হয়। কমিটিতে জোনায়েদ সাকি প্রধান সমন্বয়কারী এবং আবুল হাসান রুবেল নির্বাহী সমন্বয়কারী নির্বাচিত হন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জোনায়েদ সাকি বলেন, ‘প্রগতিশীল, উদার ও মধ্যপন্থী দলগুলোকে নিয়ে জোট গঠনের চেষ্টা চলছে। গণতন্ত্র মঞ্চ ৩০০ আসনেই প্রার্থী দেবে। বিএনপির সঙ্গেও আলোচনা চলমান।’

নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ বাড়ানো ঠিক হয়নি মন্তব্য করে তিনি বলেন, ‘এটি গণতান্ত্রিক পদ্ধতি নয়। জোটের প্রতীকে নির্বাচন করার সুযোগ থাকা উচিত ছিল।’ তিনি আরও বলেন, ‘গণভোট আর নির্বাচন একইদিনে হওয়া দরকার। রাজনৈতিক দলগুলোর এক হয়ে ঐকমত্য গঠন করা জরুরি।’
 

গণসংহতি আন্দোলনের ঘোষণা করা প্রার্থীদের মধ্যে রয়েছে, ব্রাহ্মণবাড়িয়া-৬ থেকে জোনায়েদ সাকি, পাবনা-৪ ও ঢাকা-১০ থেকে আবুল হাসান রুবেল, ঢাকা-১২ থেকে তাসলিমা আখতার, চট্টগ্রাম-৯ থেকে হাসান মারুফ রুমী, বরিশাল-৫ থেকে দেওয়ান আব্দুর রশীদ নীলু, নারায়ণগঞ্জ-৫ থেকে তরিকুল সুজন, ঢাকা-৭ থেকে মনির উদ্দীন পাপ্পু, ঢাকা-৩ থেকে বাচ্চু ভূঁইয়া, পাবনা-২ থেকে জুলহাসনাইন বাবু, রাজশাহী-২ থেকে অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ, লালমনিরহাট-২ ও ৩ থেকে দীপক কুমার রায়, টাঙ্গাইল-৬ থেকে আলিফ দেওয়ান, নাটোর-১ থেকে সেন্টু আলী, ময়মনসিংহ-১০ থেকে একেএম শামসুল আলম, রংপুর-২ থেকে মোফাখখারুল ইসলাম মুন, রংপুর-৩ থেকে তৌহিদুর রহমান, মৌলভীবাজার-৪ থেকে সৈয়দ সাইফুল ইসলাম, ময়মনসিংহ-৪ থেকে মোস্তাফিজুর রহমান রাজীব, নওগাঁ-৫ থেকে মোসাদ্দেক হোসাইন (সৈকত আরিফ), চট্টগ্রাম-৪ থেকে জাহিদুল আলম আল-জাহিদ।

You may also like

Your gateway to unlimited entertainment, Authentic news and Expert analysis.

Edtior's Picks

Latest Articles

WeTVWorld.Net 2025 All Rights Reserved. Designed and Developed by Collective Online Media 

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00