আওয়ামী লীগের সাবেক নেতা ও মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন) ঢাকায় একটি গোলটেবিল আলোচনায় অবরুদ্ধ হন। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘আমাদের মহান মুক্তিযুদ্ধ ও সংবিধান’ শীর্ষক আলোচনায় এ ঘটনা ঘটে।
নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া একদল ব্যক্তি সেখানে ঢুকে স্লোগান দেন, ব্যানার ছিঁড়ে ফেলেন এবং অংশগ্রহণকারীদের অবরুদ্ধ করেন। পরে তাঁরা লতিফ সিদ্দিকীসহ অন্তত ১৫ জনকে পুলিশের হাতে তুলে দেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লতিফ সিদ্দিকীকে নিয়ে যাওয়া হয়েছে, তবে তাঁর বিরুদ্ধে কোনো মামলা বা পরবর্তী ব্যবস্থা এখনো নিশ্চিত নয়।
