Home Bangladesh রাজশাহীতে ইমাম ও মুয়াজ্জিনের সম্মানে এবং দক্ষ জনশক্তি সৃষ্টি করতে লন্ডন প্রবাসীর ব্যতিক্রম উদ্যোগ

রাজশাহীতে ইমাম ও মুয়াজ্জিনের সম্মানে এবং দক্ষ জনশক্তি সৃষ্টি করতে লন্ডন প্রবাসীর ব্যতিক্রম উদ্যোগ

by Asadujjaman Shuvo
1 minutes read
A+A-
Reset

রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের  সম্মানিত করতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন লন্ডন  প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও আইনজীবী রেজাউল করিম। 

বৃহস্পতিবার দুপুরের পর  থেকেই  কানায় কানায় পূর্ণ  রাজশাহীর দুর্গাপুর মহিলা কলেজ মাঠ।  উপজেলার সকল মসজিদ ও  মাদ্রাসার ইমাম মুয়াজ্জিন ও সভাপতিদের সম্মানে ব্যতিক্রম এ আয়োজন। এমন আয়োজনে শরিক হতে পেরে আনন্দিত সংশ্লিষ্টরা।

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ আসলেও  সমাজের সবচেয়ে অবহেলিত ব্যক্তিদের কেউ খোঁজ রাখেননা। তবে প্রথমবারের মতো এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আবেগ আপ্লূত হয়ে পড়েন অনেকে।

এ সময় আলিপুর ইসলামিয়া আলিম  মাদ্রাসার অধ্যক্ষ আবু তাহেরের সভাপতিত্বে   প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী, বিশিষ্ট ব্যবসায়ী ও আইনজীবী মো: রেজাউল করিম।  এছাড়া উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন ও সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।  

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বলেন,  আমাদের  এলাকার ইমাম মুয়াজ্জিনদের তেমনভাবে মূল্যায়ন করা হয়না।  তাদের সম্মানে সবাইকে এগিয়ে আসা উচিত। এছাড়া  উপজেলার প্রতিটি এলাকায় মসজিদ নির্মাণ,  মসজিদে শিশুদের জন্য কুরআন শিক্ষা চালু করার পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরি ও   যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করতে নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলেও জানান প্রবাসী লন্ডন প্রবাসী রেজাউল করিম 

আলীপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক (অব:) মো: আজগর আলীর সার্বিক তত্ত্বাবধানে ইফতার বিতরণ শেষে উপজেলার সকল মসজিদের সভাপতি-ইমাম ও মুয়াজ্জিনদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বহরমপুর জামে মসজিদের ইমাম মো: সাইফুল ইসলাম, কিশোরপুর দাখিল মাদ্রাসার সুপার আব্দুল জব্বার, বর্ধনপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো: মকবুল হোসেন, কিশোরপুর দাখিল মাদ্রাসার ইমাম মো: মাহমুদুল হাসান (নোমানী), সুখানদিঘি দাখিল মাদ্রাসার সুপার আতাউর রহমান প্রমুখ। অনুষ্ঠানটিকে সফল করতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন রেজাউল করিমের বাবাসহ  জয়কৃষ্ণপুরের মো: মনিরুজ্জামান সরকার, গোলামী সরকার, রশিদুল হাসান শামীম সরকারসহ এলাকার প্রভাবশালী ব্যক্তিবর্গ

You may also like

Your gateway to unlimited entertainment, Authentic news and Expert analysis.

Edtior's Picks

Latest Articles

WeTVWorld.Net 2025 All Rights Reserved. Designed and Developed by Collective Online Media 

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00