শত শত কোটি টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মাল্টি সিকিউরিটিস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান তাহের ইমাম, তার স্ত্রী সিলমাত চিশতী এবং বোন পিমা ইমামের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আফিয়া খাতুন আদালতে এই নিষেধাজ্ঞার আবেদন করেন।
দুদকের অভিযোগ, বিনিয়োগকারীদের কাছ থেকে শত শত কোটি টাকা আত্মসাৎ করে হাসান তাহের ইমাম নিজে ও তার পরিবারের সদস্যদের নামে-বেনামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তুলেছেন। এই বিষয়ে তদন্ত চলমান থাকায় তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়, যাতে তদন্ত প্রক্রিয়া ব্যাহত না হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।