আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুরোনো জোটসঙ্গী বিএনপি আর জামায়াতে ইসলামীর মধ্যে সম্পর্ক শীতল হয়ে উঠছে। ঝামেলার মূল জায়গা—আসন ভাগাভাগি আর ভোটের নিয়মকানুন।
সম্প্রতি কলকাতার দৈনিক এই সময়-এ দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জামায়াত নাকি তাদের কাছে ৩০টি আসন চেয়েছিল। কিন্তু বিএনপি এতে রাজি হয়নি। ফখরুল বলেন, “আমরা উৎসাহ দেখাইনি। অনেক কম সংখ্যার প্রস্তাব দিয়েছি, যা তাদের ভালো লাগেনি।”
বিএনপি মহাসচিব আরও অভিযোগ করেন, জামায়াত তাদের আসল শক্তির চেয়ে বেশি প্রভাব দেখানোর চেষ্টা করছে। তাঁর ভাষায়, “জামায়াত তত বড় শক্তি নয়। আগেও অকারণে আমরা তাদের বাড়তি গুরুত্ব দিয়েছি।”
এদিকে জামায়াত চাইছে ভোট হোক সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে। কিন্তু বিএনপি সাফ জানিয়ে দিয়েছে—এটা হবে না। তারা বলছে, “মানুষ যে নিয়মে ভোট দিতে অভ্যস্ত, সেই প্রচলিত নিয়মেই নির্বাচন হবে।”
সবশেষে ফখরুল স্পষ্ট করে দিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতেই ভোট হবে এবং এ নিয়ে কোনো অশান্তি বা সন্দেহের সুযোগ নেই। তাঁর ধারণা, শেষ পর্যন্ত জামায়াতও ভোটে অংশ নেবে।
