ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া।
রোববার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ‘আজ আশা ও শান্তি পুনজাগরণের জন্য দ্বি-রাষ্ট্র সমাধানে প্রধানমন্ত্রী হিসেবে আমি স্পষ্টভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছি।’এদিকে কানাডাও আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী কার্নি এক বিবৃতিতে জানান, বর্তমান ইসরায়েলি সরকার সুপরিকল্পিতভাবে ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা নস্যাৎ করতে কাজ করছে।
কার্নি আরও বলেন, বর্তমান ইসরায়েলি সরকারের প্রকাশ্য নীতি হলো— কোনো ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে না। এই প্রেক্ষাপটে কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এবং শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়তে ফিলিস্তিন ও ইসরায়েল উভয়ের সঙ্গে অংশীদার হতে চায়।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, কানাডার পথ অনুসরণ করেই সার্বভৌম হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া হয়েছে।
তিনি বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি মূলত যুক্তরাজ্য ও কানাডার যৌথ উদ্যোগের অংশ। এছাড়া তিনি দ্বি-রাষ্ট্র সমাধানে আন্তর্জাতিক ফোরাম গঠনের চেষ্টা চালিয়ে যাবেন বলে জানান।
