ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ বৃহস্পতিবার প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৭ আগস্ট) বিকেলে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, আমরা একটি কর্মপরিকল্পনা প্রস্তুত করেছি। সেটি প্রকাশের জন্য বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।
রোডম্যাপ ঘোষণার সময় জানতে চাইলে তিনি বলেন, এর সঙ্গে কিছু বিষয় জড়িত রয়েছে। তাই সবাইকে বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এর আগে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছিলেন, কমিশন ইতোমধ্যেই রোডম্যাপ অনুমোদন দিয়েছে এবং খুব শিগগিরই, এক-দুই দিনের মধ্যেই তা প্রকাশ করা হবে।