নানা নাটকীয়তার পর অবশেষে বিশ্বকাপের মূল পর্বে স্থান নিশ্চিত করলো বাংলাদেশ নারী দল। পাকিস্তানের কাছে হারলেও নেট রান রেটে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে বাংলাদেশ পেয়ে গেল বিশ্বকাপের টিকিট।
বাংলাদেশের ভাগ্য ছিল থাইল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের ওপর, তবে শেষ পর্যন্ত নেট রান রেটের ব্যবধানে বাংলাদেশ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। বাংলাদেশের নেট রান রেট ছিল ০.৬৪, আর ওয়েস্ট ইন্ডিজের ছিল ০.৬৩।
শনিবার (১৯ এপ্রিল) থাইল্যান্ডের ১৬৭ রানের লক্ষ্য মাত্র ১০ দশমিক ৫ ওভারে তাড়া করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক ম্যাথুজ ২ ছক্কা ও ১১ চারে ২৯ বল খেলে ৭০ রান করেন, আর হেনরি ৫ ছক্কা ও ৩ চারে ১৭ বল খেলে ৪৮ রান করেন। তবে, তাদের উজ্জ্বল ব্যাটিং সত্ত্বেও নেট রান রেটে পিছিয়ে থাকার কারণে বিশ্বকাপ থেকে বাদ পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
এদিকে, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট সমান হলেও, মাত্র +০.০১ রান রেটের ব্যবধানে এগিয়ে থেকে বাংলাদেশ নারী দল বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়।