এই বছর দুর্গাপূজায় যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাঙালিদের জন্য রয়েছে বিশেষ চমক। নিউ ইয়র্কে প্রথমবারের মতো একসঙ্গে মঞ্চে উঠবেন ভারতের খ্যাতনামা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ঢাকার আলোচিত চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান।
ম্যানহাটনের টাইমস স্কোয়ারে আয়োজিত এই অনুষ্ঠান নিউ ইয়র্কের বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান আকর্ষণ হতে যাচ্ছে। টাইমস স্কোয়ার পূজা উদযাপন কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য জানিয়েছেন। তারা জানিয়েছে, উত্তর আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো এই দুই তারকা একসঙ্গে মঞ্চে উপস্থিত থাকবেন।
আগামী ৪ অক্টোবর, বাঙালি ক্লাব ইউএসএ-এর উদ্যোগে আয়োজিত টাইমস স্কোয়ারের দুর্গাপূজা অনুষ্ঠানে অংশ নেবেন ঋতুপর্ণা ও জায়েদ খান। এবারের আয়োজনে ভারত ও বাংলাদেশের বাঙালিদের যৌথ উদযাপনের ধারা অব্যাহত থাকবে।
জায়েদ খান বলেন, “আমি খুবই উত্তেজিত! প্রথমবারের মতো ঋতুপর্ণার সঙ্গে মঞ্চ ভাগ করে নিচ্ছি। ইতিমধ্যেই নিউ ইয়র্কে তার সঙ্গে দেখা হয়েছে। টাইমস স্কোয়ারের আয়োজকরা এবারের দুর্গাপূজায় অনেক চমক রেখেছেন, যার মধ্যে আমাদের আয়োজন অন্যতম। আশা করছি নিউ ইয়র্কে থাকা দুই বাংলার মানুষরা এটি উপভোগ করবেন।”
তিনি আরও বলেন, “এই খবর শোনার পর অনেকেই আমাকে ফোন করছেন। অনেকে চাইছেন আমরা ঋতুপর্ণার সঙ্গে পছন্দের গানে নাচ করি। সুযোগ পেলে আমরা ‘সাগরিকা’ গানের নাচ উপস্থাপন করব। এবারের পূজা হবে আরও জমজমাট।”
উল্লেখ্য, ২০২৪ সালে প্রথমবার নিউ ইয়র্কে টাইমস স্কোয়ারে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল, যা ছিল এক ঐতিহাসিক ঘটনা। সেই ধারাবাহিকতায় এবারও আয়োজন হবে একসঙ্গে আনন্দময় ও প্রাণবন্ত।
