Home Bangladesh ডাকসু নির্বাচনে প্রচার শুরু, আচরণবিধি মানতে কঠোর নির্দেশ

ডাকসু নির্বাচনে প্রচার শুরু, আচরণবিধি মানতে কঠোর নির্দেশ

by Asadujjaman Shuvo
1 minutes read
A+A-
Reset

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর, সকাল ৮টা থেকে। এর আগে, ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা প্রচার চালাতে পারবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত থাকবে প্রচারের সময়সীমা।

প্রচারণার কৌশল নিয়ে গতকাল সোমবার প্রথম আলো বিভিন্ন প্যানেলের প্রার্থীদের সঙ্গে কথা বলেছে। প্রার্থীরা মূলত চারটি উপায়ে নিজেদের বক্তব্য ও পরিকল্পনা ভোটারদের কাছে পৌঁছাতে চান—সামাজিক যোগাযোগমাধ্যম, পোস্টার ও লিফলেট, ব্যানার এবং সরাসরি হলে ও একাডেমিক ভবনের সামনে প্রচার।

আজ সকালে নির্বাচন কমিশনের সঙ্গে প্রার্থীদের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের প্রচার শুরু করবে বলে জানিয়েছে। সংগঠনটির প্যানেল থেকে সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী তানভীর আল হাদী মায়েদ প্রথম আলোকে জানান, বৈঠকের পর তাঁরা ক্যাম্পাস ও হলগুলোতে আনুষ্ঠানিক প্রচার চালাবেন।

তবে ছাত্রীদের হলগুলোতে প্রচারের সময়সীমা কিছুটা ভিন্ন—সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। প্রচার কার্যক্রমে অংশগ্রহণকারী সবাইকে নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে।

You may also like

Your gateway to unlimited entertainment, Authentic news and Expert analysis.

Edtior's Picks

Latest Articles

WeTVWorld.Net 2025 All Rights Reserved. Designed and Developed by Collective Online Media 

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00