255
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আদায়ের দাবিকে আরও জোরালো করতে জাতীয় ঐকমত্য গঠনের পথে এগোচ্ছে বিএনপি। এ লক্ষ্যে জামায়াতে ইসলামিসহ ডান ও বামধারার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছে দলটি।
সূত্র জানিয়েছে, ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে যুক্ত মিত্র দলগুলো এবং ২০২৪ সালের নির্বাচন বর্জনকারী রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। সব দলের মতামত নিয়ে পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণই মূল উদ্দেশ্য।
তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সঙ্গে বৈঠকে বিএনপির তেমন আগ্রহ নেই বলেও সূত্রে জানা গেছে।