গুজরাতের আহমেদাবাদের যে অঞ্চলে প্রচুর সংখ্যক ‘বাংলাদেশি’ থাকেন বলে পুলিশের সন্দেহ, সেই চান্দোলা লেক এলাকায় মঙ্গলবার সকাল থেকে বেআইনি ঘরবাড়ি গুঁড়িয়ে দিতে শুরু করেছে প্রশাসন।
রাজ্যজুড়ে শনিবার রাত থেকে শুরু হওয়া অভিযানে সোমবার রাত পর্যন্ত প্রায় ৬,৫০০ জনকে আটক করা হয়। এদের মধ্যে মাত্র ৪৫০ জনের বাংলাদেশি পরিচয় নিশ্চিত হয়েছে বলে জানান পুলিশের মহাপরিচালক বিকাশ সহায়।
এরপর থেকেই ‘সিয়াসতনগর বাঙাল ভাস’ নামে পরিচিত এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়। প্রায় ৫০টি বুলডোজার এবং ২,০০০ পুলিশ সদস্য নিয়ে এই অভিযান চালানো হয় বলে জানান পুলিশের যুগ্ম কমিশনার শরদ সিংহল।
#ImmigrationNews#IllegalSettlement#GujaratUpdate#HumanRightsWatch#SouthAsiaNews
