ঈদে মুক্তি পাওয়া সিয়াম আহমেদ অভিনীত জংলি সিনেমার হল সংখ্যা বাড়ানো হলো। মুক্তির ১৯তম দিনে এসে সিনেমাটির হল সংখ্যা বেড়ে হয়েছে ৩০।সিনেমাটির প্রযোজক জাহিদ হাসান অভি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘জংলি একটি পারিবারিক সিনেমা। পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো সিনেমা। যত দিন যাচ্ছে ততই দর্শকদের কাছ থেকে সাড়া বাড়ছে।’
তিনি আরও বলেন, ‘আশা করছি আগামী সপ্তাহে আরও বাড়বে হল সংখ্যা। হল সংখ্যা দ্বিগুণ হতে পারে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সব হলে এখন পর্যন্ত ৭০ থেকে ৮০ ভাগ দর্শক হচ্ছে, এটাও আশার কথা।’
জংলি এ পর্যন্ত কত টাকার টিকিট বিক্রি করেছে জানতে চাইলে তিনি বলেন, ‘আজ পর্যন্ত আড়াই কোটি (গ্রস কালেকশন) টাকার টিকিট বিক্রি হয়েছে। দুই দিন আগে ছিল দুই কোটি ছয় লাখ টাকার মতো। এক সপ্তাহ পর আরও বাড়বে।
