364
যুক্তরাজ্যের রাজপরিবার থেকে স্বেচ্ছা নির্বাসনে যাওয়া প্রিন্স হ্যারি আজ স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর আড়াইটা) আপিল আদালতে হাজিরা দিয়েছেন। ২০২০ সালে রাজকীয় সব দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে স্ত্রী মেগান মার্কলের সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে যান তিনি। এরপর থেকে রাজপরিবারের সদস্য হিসেবে তার নিরাপত্তা সুবিধা কমিয়ে দেওয়া হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে হ্যারি আপিল করেন, এবং সেই মামলার ধারাবাহিকতায় আজ আদালতে উপস্থিত হন তিনি।
#PrinceHarry#BritishRoyalFamily#UKCourt#RoyalNews#MeghanMarkle
